আ.লীগ সরকারের টানা ১১তম বাজেটকে স্বাগত জানিয়ে জাবিতে আনন্দ মিছিল
সাগর কর্মকার, জাবি প্রতিনিধি:
দেশের ইতিহাসে সবচেয়ে বেশি বার বাজেট ঘোষণা করেছে আওয়ামী লীগ সরকার। জাতীয় সংসদে উত্থাপিত ২০১৯-২০ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে শিক্ষাবান্ধব, উন্নয়ন, গণমুখী ও জনবান্ধব হিসেবে বাজেটকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। শুক্রবার বেলা সাড়ে বারটায় বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্ত্বর থেকে এ মিছিল বের হয়।
শাখা ছাত্রলীগের সভাপতি মোঃ জুয়েল রানার নেতৃত্বে মিছিলে বিভিন্ন হলের নেতাকর্মীরা অংশ নেয়। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের প্রদান ফটকে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে মোঃ জুয়েল রানা বলেন, ‘
এই বাজেট গণমুখী ও গণকল্যাণমুখী। এটি বাংলাদেশকে ভবিষ্যত্ প্রজন্মের বসবাসের উপযোগী একটি আধুনিক রাষ্ট্র হিসেবে গড়ে তোলার লক্ষ্য পূরণের বাজেট। শিক্ষা,কৃষি,জনবান্ধব ও উন্নয়নমুখী এ বাজেটকে আমরা স্বাগত জানাই। আমরা বিশ্বাস করি দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নমুখী এ বাজেট বাস্তবায়নের আমাদের দেশ উন্নত থেকে আরও উন্নততর দেশে রুপান্তরিত হবে। বাজেট বাস্তবায়নে বাংলাদেশ ছাত্রলীগ যে কোন সহায়তায় সরকারের পাশে থাকবে।’
২০১৯-২০ অর্থবছরের প্রস্তাবিত এ বাজেট দেশের ৪৮তম এবং বর্তমান সরকারের তৃতীয় মেয়াদের প্রথম বাজেট। ‘সমৃদ্ধ আগামীর পথযাত্রায় বাংলাদেশ: সময় এখন আমাদের, সময় এখন বাংলাদেশের’ শিরোনামে প্রস্তাবিত বাজেটের আকার ধরা হয় পাঁচ লাখ ২৩ হাজার ১৯০ কোটি টাকা। দেশের ৪৮ বছরের ইতিহাসে সবচেয়ে বড় বাজেট এটি।
এ বিভাগের অন্যান্য সংবাদ