কোন রকম ছেলে ধরা গুজবে কান দিবেন না-ওসি আকবর আলী খান
নূরে আলম জিকু কাশিমপুর গাজীপুর প্রতিনিধি:
সম্প্রতি গুজব ছড়িয়ে মানুষের উপর হামলা করা থেকে বিরত থাকার আহবান জানিয়েছেন গাজীপুর মেট্রোপলিটন কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকবর আলী খান ।
সম্প্রতি গুজবে কাউকে কান না দেওয়ার অনুরোধ জানিয়েছেন এ পর্যন্ত ছেলে ধরার কোন সঠিক তথ্য পাওয়া যায়নি। তাই এ ধরনের গুজবে কান না দেওয়ার জন্য আহবান জানান তিনি।
কাশিমপুর থানার ওসি আকবর আলী খান গণমাধ্যমকে জানিয়েছেন । সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হওয়া ছেলে ধরা গুজব নিয়ে তিনি বলেন সাম্প্রতিক সময়ে একদল দুষ্টবুদ্ধিসম্পন্ন চক্র দেশের রাজধানী থেকে শুরু করে প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত যে ছেলে ধরা বিষয়টি ভাইরাল করেছে তা সম্পূর্ণ মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন, এতে করে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।এছাড়া তিনি পাড়ায় মহল্লায় মাইকিং করে গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়েছেন,
তিনি আরো বলেন কোন মানুষকে সন্দেহ হলে থানায় সংবাদ দিবেন। আইন নিজের হাতে তুলে নিবেন না। নিলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে । এবং ছেলে ধরা নিয়ে যদি কাউকে সন্দেহ হয়,তাহলে সঙ্গে সঙ্গে থানায় যোগাযোগ করবেন। যোগাযোগের ঠিকানা কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোবাইল নাম্বার ০১৭৬৯৬৯৫৫৮৫
এ বিভাগের অন্যান্য সংবাদ