News Bangla 24 BD | জাবিতে বায়োটেকনোলজি বিভাগের অ্যালামনাই এসোসিয়েশনের নতুন কমিটি
News Head

জাবিতে বায়োটেকনোলজি বিভাগের অ্যালামনাই এসোসিয়েশনের নতুন কমিটি


জাবি প্রতিনিধি, সাগর কর্মকার
 জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি বায়োটেকনোলজি অ্যালামনাই এসোসিয়েশন (জুবা) নতুন কমিটি ঘোষণার করা হয়েছে।
নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন বিভাগটির ৪১ তম আবর্তনের শিক্ষার্থী ও বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটে বায়োটেকনোলজিস্ট হিসাবে কর্মরত মো. নাজমুল হক রনি এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ৪২ তম আবর্তনের আশিকুল ইসলাম সজল।
বৃৃৃহস্পতিবার ( ২৫ জুলাই) বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের সেমিনার কক্ষে বিভাগের সকল শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীর উপস্থিতিতে কমিটি ঘোষনা করেন বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সভাপতি ড. শরীফ হোসেন।
 কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ- সভাপতি রাজিব দত্ত শুভ্র (৪০ ব্যাচ), মো. রিয়াজ উদ্দিন (৪১) ও সিয়াম আহমেদ (৪২), যুগ্ম-সাধারণ সম্পাদক সালেহ আহমেদ (৪২) ও রাজু আহমেদ (৪৩), সাংগঠনিক সম্পাদক শাহিন আলম রেজা(৪১), কোষাধ্যক্ষ মুস্তাফিজুর রহমান তুষার (৪৩), অফিস এবং তথ্য সম্পাদক সাইফুল ইসলাম ফয়সাল (৪৩), সাংস্কৃতিক সম্পাদক তানিয়া জাবিন (৪২), প্রচার ও প্রকাশনা সম্পাদক সাব্বির জানে রিটো(৪৩), জনসংযোগ সম্পাদক সাইফুর রহমান (৪৩), পরিকল্পনা সম্পাদক আহাসান (৪০) এবং খেলাধুলা বিষয়ক সম্পাদক নাবির হোসেন (৪৩)।
এছাড়াও কার্যকরী সদস্য হিসেবে রয়েছেন রাশেদুল ইসলাম রাজ, তানভির আহমেদ পিয়াস, আহমেদ নকিব সোহান, শতাব্দী সাহা মৌ, মামুন, দিল আফরোজ, রিয়াদ, মুন, ইতি এবং পিয়া।
উপদেষ্টা হিসাবে রয়েছেন বিভাগটির সহযোগী অধ্যাপক ড. উম্মে ছালমা জোহরা।
প্রসঙ্গত, ২০১০ সালে বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগটি পথ চলা শুরু করে।৪০ তম আবর্তন বিভাগটির প্রথম ব্যাচ।
এ বিভাগের অন্যান্য সংবাদ