News Bangla 24 BD | জাবিতে উপাচার্যের অপসারনের দাবিতে বিক্ষোভ মিছিল ও  কুশপুত্তলিকা দাহ
News Head

জাবিতে উপাচার্যের অপসারনের দাবিতে বিক্ষোভ মিছিল ও  কুশপুত্তলিকা দাহ


সাগর কর্মকার, জাবি প্রতিনিধি:
উন্নয়ন প্রকল্পে দুর্নীতি এবং কমিশন কেলেঙ্কারীতে জড়িত থাকার অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের  উপাচার্য ড. ফারজানা ইসলামের কুশপুত্তলিকা দাহ করেছে ‘দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর’ ব্যানারে আন্দোলনকারীরা।
রোববার (২০ অক্টোবর) দুপুর একটায় বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে শহীদ মিনারের পাদদেশে গিয়ে শেষ হয়।
মিছিল পরবর্তী সমাবেশে অধ্যাপক ড. মো: খবির উদ্দিন বলেন, ‘উপাচার্যেকে আমরা প্রত্যাখ্যান করেছি। এখন কুশপুত্তলিকা দাহর মাধ্যমে উপাচার্য শেষ হয়ে গেছে। এখন উপাচার্যকে কঠোর আন্দোলনের মাধ্যমে অপসারনের মাধ্যমে আমাদের বিশ্ববিদ্যালয়ের সম্মান রক্ষা করতে হবে।’
এরপর ‘দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর’ এর সমন্বয়ক অধ্যাপক রায়হান রাইন বলেন, ‘উপাচার্যকে আজকের কুশপুত্তলিকা দাহ করার মাধ্যমে বিদায় জানানো হলো। তার উপাচার্য হিসেবে আর কোন আদেশ মানা হবে না। তাকে অনেক পূর্বেই অবাঞ্ছিত ও প্রত্যাখ্যান করা হয়েছে।’ তিনি আগামীদিন গুলোর আনেদালনে সবাইকে উপস্থিত থাকার আহবান জানান। এরপর তিনি জাবি উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলামের কুশপুত্তলিকায় অগ্নিসংযোগ করেন।
আন্দোলনকারীদের এমন উগ্রবাদী  কর্মসূচীর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের সচেতন শিক্ষক-শিক্ষার্থীরা।আন্দোলনকারীদের এ কর্মসূচীকে উগ্রবাদী উল্লেখ করে অধ্যাপক বশির আহমেদ বলেন, ‘উপাচার্যের বিরুদ্ধে অভিযোগের প্রেক্ষিতে আলোচনার মাধ্যমে সমাধান হবে। প্রয়োজনে তৃতীয় পক্ষের হস্তক্ষেপের মাধ্যমে আলোচনা হতে পারে। কিন্তু এমন হিংসাত্মক ও উগ্রবাদী কর্মসূচী দিয়ে বিশ্ববিদ্যালয়কে অস্থিতিশীল করা অত্যন্ত দুঃখজনক।’
অধ্যাপক আলমগীর কবির বলেন, ‘আমরা বরাবরই আলোচনার মাধ্যমে বিতর্কের অবসান চাই। আলোচনায় না বসে হিংসাত্মক কর্মসূচী দিয়ে বিশ্ববিদ্যালয়ের পরিবেশ নষ্ট করা কাম্য নয়। আমরা সবাইকে আলোচনায় বসার আহ্বান জানাচ্ছি।
এদিকে অযৌক্তিক ও ষড়যন্ত্রমূলক আন্দোলনের প্রতিবাদে সন্ধ্যা সাড়ে ছয়টায় ‘অন্যায়ের বিরুদ্ধে এবং উন্নয়নের পক্ষে জাহাঙ্গীরনগর’ ব্যানারে ‘অমঙ্গল, অন্ধকার, অপশক্তি দূর করার লক্ষ্যে ফানুস উড়ানো কর্মসূচী’ পালন করার কথা রয়েছে।
এ বিভাগের অন্যান্য সংবাদ