News Bangla 24 BD | গাজীপুরে ভ্রাম্যমান আদালতের অভিযান
News Head

গাজীপুর সিটি কর্পোরেশনের চান্দনা চৌরাস্তায় অবস্থিত হাজী আনসার আলী সুপার মার্কেটের গাজীপুর জেলা প্রশাসকের পক্ষ থেকে ইলিশ মাছ মজুদ রাখার দায়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। মঙ্গলবার সকালে গাজীপুর জেলা প্রশাসকের বিজ্ঞ নির্বাহী ম্যাজিষ্ট্রেট কাওসার আহমেদ এর নেতৃত্বে আমজাদ হোসেন নামক একজন আড়ৎদারকে অবৈধভাবে ইলিশ মাছ মজুদ ও বিক্রির অপরাধে ৪ হাজার টাকা অর্থদন্ড করা হয় এবং অবৈধ মজুদকৃত ১৭০ কেজি ইলিশ মাছ বাজেয়াপ্ত করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনায় সহযোগীতা করেন জেলা মৎস্য অফিস গাজীপুর ও জেলা প্রশাসকের আনসার ব্যাটালিয়নের সদস্যগণ।

এ বিভাগের অন্যান্য সংবাদ