News Bangla 24 BD | অবৈধ গ্যাস পূনঃব্যবহারের দায়ে ২ জনকে ৩ লক্ষ টাকা জরিমানা
News Head

অবৈধ গ্যাস পূনঃব্যবহারের দায়ে ২ জনকে ৩ লক্ষ টাকা জরিমানা


অবৈধ গ্যাস ব্যবহারের পূনরাবৃত্তির অভিযোগে গাজীপুর মহানগরীর টেকনগপাড়া এলাকার দুই বাসার মালিককে তিন লক্ষ টাকা জরিমানা করেছে মোবাইল কোর্ট । সোমবার দুপুরে গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ হারুন অর রশিদ এ জরিমানা করে তাৎক্ষনিকভাবে তা আদায় করেন। তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিসট্রিবিউশন কোম্পানী লিমিেিটড গাজীপুর আঞ্চলিক অফিসের উপব্যবস্থাপক প্রকৌশলী শবিউল আউয়াল জানান, গাজীপুর মহানগরীর টেক নগপাড়া এলাকার হাজী আব্দুর রাজ্জাক ও ইকবাল আহমেদ দীর্ঘদিন ধরে তিতাস অফিসের অনুমোদন ছাড়াই তাদের বাসায় অবৈধভাবে সংযোগ প্রদান করে গ্যাস ব্যবহার করে আসছিলেন। গত সপ্তাহে তিতাস অফিস কর্তৃক উক্ত এলাকায় অবৈধ সংযোগ উচ্ছেদ অভিযানে তাদেরকে জরিমানা করা হয় এবং তাদের অবৈধ লাইন বিচ্ছিন্ন করা হয়। কিন্ত আবারো তারা অবৈধ সংযোগ প্রদান করে পূনরায় গ্যাস ব্যবহার করতে থাকেন।
গোপন সংবাদের ভিত্তিতে সোমবার উক্ত দুই ব্যক্তির বাসায় গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট হারুন অর রশিদের নেতৃত্বে একটি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় বাসার মালিক হাজী আব্দুর রাজ্জাককে দুই লক্ষ টাকা এবং ইকবাল আহমেদকে এক লক্ষ টাকা জরিমানা করা হয় এবং তাৎক্ষনিকভাবে তা আদায় করা হয়। এসময় গাজীপুর তিতাস অফিসের উপব্যবস্থাপক প্রকৌশলী শবিউল আউয়াল এবং সহকারী প্রকৌশলী মির্জা শাহনেওয়াজ লতিফ উপস্থিত ছিলেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ