News Bangla 24 BD | যেভাবে দেখবেন আপনার ফ্রেন্ড রিকোয়েস্ট ইগনোর করেছে যারা
News Head

যেভাবে দেখবেন আপনার ফ্রেন্ড রিকোয়েস্ট ইগনোর করেছে যারা


ফেসবুকে কাউকে ভাল লাগলে তাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠান অনেকেই। কিন্তু নিজের পাঠানো রিকোয়েস্ট অ্যাকসেপ্ট হতে না দেখা পর্যন্ত চরম অস্বস্তিতে ভোগতে হয়। যারা নিয়মিত ফেসবুক ব্যবহার করেন তাদের অনেকেই এমন অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন।

যাকে রিকোয়েস্ট পাঠিয়েছেন তার একটা ক্লিকের জন্য দিন-রাত কেটে যায় কিন্তু কোনও প্রতিবার্তা নেই। মনে প্রশ্ন জাগে তাহলে কি `আমাকে ইগনোর করল? এই সন্দেহ, উদ্বেগের রহস্য উদঘাটন করতে পারবেন আপনি নিজেই।

যারা যারা আপনার পাঠানো রিকোয়েস্ট এখনো অ্যাকসেপ্ট করেন নাই তার পুরো লিস্ট এক নিমিষেই দেখা সম্ভব। প্রথমে ফেসবুকে লগইন করে পেইজের উপরের দিকে ‘ ফ্রেন্ডস রিকোয়েস্ট’ ন্যাভিগেশনে ক্লিক করুন। তারপর সেই লিস্টের ‘ভিউ অল’লেখায় ক্লিক করতে হবে। আপনার সামনে প্রদর্শিত হবে পুরো বন্ধু তালিকা। সেখানেই পেয়ে যাবেন আরও একটি অপশন ‘ভিউ সেন্ট রিকোয়েস্ট’। এই অপশনে ক্লিক করুন দেখে নিন আপানার বন্ধুত্ব গ্রহণ করতে যারা অস্বীকার করেছে তাদের পুরো লিস্ট।

এ বিভাগের অন্যান্য সংবাদ