গাজীপুরে জিয়াশ কান উচ্চ বিদ্যালয়ে নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
টঙ্গী প্রতিনিধি : গাজীপুর সিটি কর্পোরেশনের ৩৪নং ওয়ার্ড শরীফপুর জিয়াশ খান উচ্চ বিদ্যালয়ের সাড়ে ৪ কোটি টাকা ব্যায়ে ৬তলা নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান সোমবার বিকেলে বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম এ মাছুম খানের সভাপতিত্বে এবং সিনিয়র শিক্ষক দিবা শাখার ইনচার্জ মো: আব্দুর রহিম মাস্টারের পরিচালনায় অনুষ্ঠিত হয়েছে। ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আলহাজ্ব মো: জাহিদ আহসান রাসেল এমপি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব এড. মহিউদ্দিন আহমেদ, গাজীপুর সিটি কর্পোরেশনের ৩৫নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব আব্দুল্লাহ আল মামুন মন্ডল, শরীফপুর জিয়াস খান উচ্চ বিদ্যালয়ের কো-অপ্ট সদস্য আফজাল হোসেন খান, প্রতিষ্ঠাতা সদস্য আতাউর রহমান খান, অভিভাবক সদস্য বিল্লাল হোসেন, সফিকুল ইসলাম খান, দাতা সদস্য আলহাজ্ব আব্দুল কাদির খান, জসিম উদ্দিন খান, খায়রুল আমিন বুলবুল, মোছা: ফারজানা আক্তার, গাজীপুর মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম, যুবলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য মো: ইসমাইল হোসেন, রাশেদুজ্জামান জুয়েল মন্ডল, শফিকুল ইসলাম শফিক, কাজী কামাল হোসেন, আওয়ামীলীগ নেতা প্রকৌশলী মমতাজ উদ্দিন, গাছা ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি হাজী মো: আব্দুল কাদির, সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক হাজী আদম আলী, গাজীপুর সিটি কর্পোরেশনের ৩৪নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর মাহফুজুর রহমান বিএ, আলহাজ্ব আব্দুল কাদির, সাবেক মহিলা কাউন্সিলর রীনা হালিম, গাজীপুর মহানগর শ্রমিকলীগের যুগ্ম আহ্বায়ক মজিবুর রহমান, আলহাজ্ব আব্দুল হামিদ মুন্সী, কৃষকলীগ নেতা আব্দুল হামিদ, হাবিবুর রহমান মন্ডল প্রমুখ। আলোচনা সভা শেষে ৬তলা একাডেমিক ভবনের বৃত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।