প্রায় পাঁচ বছরের কম সময় আগে ‘বিশ্বের সবচেয়ে বড় রক্তাক্ত উৎসব’ হিসেবে পরিচিত নেপালে ধর্মীয়ভাবে পশু বলিদান প্রথার সমাপ্তি ঘোষণা করেছিল দেশটির প্রাণি সংক্রান্ত দাতব্য সংস্থাগুলো। ছাগল, ইঁদুর, মুরগি, শুকর আর কবুতর হত্যার মধ্য দিয়ে ‘গাধিমাই উৎসব’ আবার শুরু করা হয়েছে।
বিবিসির প্রতিবেদনে অনুযায়ী নেপালের প্রত্যন্ত ওই এলাকা ঘুরে আসা একজন প্রাণী অধিকারকর্মী বলছেন, এরপরে সেখানে কয়েক হাজার মহিষ হত্যা করা হয়। ২০১৪ সালের সর্বশেষ উৎসবে প্রায় দুই লাখ প্রাণী হত্যা করা হয়েছিল। কিন্তু এর আগে নেপালের অ্যানিমেল ওয়েলফেয়ার পশু বলিদান নিষিদ্ধের কথা জানায়।
এ বিভাগের অন্যান্য সংবাদ