News Bangla 24 BD | কোনাবাড়ীতে আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালন
News Head

কোনাবাড়ীতে আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালন


এম.এ কাশেম খান, কোনাবাড়ী : গাজীপুর সিটির কোনাবাড়ীতে মঙ্গলবার আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালন করেছে ইউনিটি ফর ইউনিভার্স হিউম্যান রাইটস্ অব বাংলাদেশ ফাউন্ডেশন ও এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন। ইউনিটি ফর ইউনিভার্স হিউম্যান রাইটস্ অব বাংলাদেশ ফাউন্ডেশন প্রভাত থেকেই বিভিন্ন র‌্যালী নিয়ে কোনাবাড়ী ও কাশিমপুরের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করতে দেখা যায়। র‌্যালি থেকে মানবাধিকার সচেতনতা বিষয়ক বিভিন্ন স্লোগান দিয়ে ও লিপলেট বিতরণ করে জন সচেতনতা বৃদ্ধি করছে মানবাধিকার কর্মীরা। ইউনিটি ফর ইউনিভার্স হিউম্যান রাইটস্ অব বাংলাদেশ ফাউন্ডেশন সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৮নং ওয়ার্ড কাউন্সিলর জনাব মোঃ সেলিম রহমান, সভাপতিত্ব করেন সৈয়দ আশরাফুজ্জামান ঠান্ডু, (চেয়ারম্যান, গাজীপুর জেলা শাখা)। সমাবেশে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ নিজাম হাওলাদার,মহিলা কাউন্সিলর বিনু বারেক সহ কমিটির সদস্যবৃন্দ, স্থানীয় ব্যক্তিবর্গ ও সাধারন জনগন। র‌্যালী শেষে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্তি ঘোষনা করা হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ