News Bangla 24 BD | টঙ্গীতে দৃষ্টি প্রতিবন্ধীদের টি-২০ ক্রিকেট টুর্ণামেন্ট
News Head

টঙ্গীতে দৃষ্টি প্রতিবন্ধীদের টি-২০ ক্রিকেট টুর্ণামেন্ট


টঙ্গী প্রতিনিধি : টঙ্গীতে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষে দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের টি-২০ ক্রিকেট টুর্ণামেন্টের পুরষ্কার বিতরণ অনুষ্ঠান শনিবার টঙ্গীর বন্ধন কমিউনিটি সেন্টার মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
ন্যাশনাল ফেলোশিপ ফর দি এ্যাডভান্সমেন্ট অফ ভিজুয়্যালী হ্যান্ডিকাপড (এনএফএভিএইচ) এর উদ্যোগে অনুষ্ঠিত পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনএফএভিএইচ এর নির্বাহী পরিচালক মো: জাহাঙ্গীর আলম। অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর জেলা সমাজসেবা কার্যালয়ের উপ পরিচালক আনোয়ারুল করিম, ই আর সি পি এইচ টঙ্গীর সহকারী পরিচালক মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, টঙ্গী শহর সমাজসেবা কর্মকর্তা আ ফ ম আমান উল্লা, এনএফএভিএইচ গণসংযোগ সচিব সেলিনা আলম, গাজীপুর সিটি কর্পোরেশনের ৪৬নং ওয়ার্ড কাউন্সিলর নূরুল ইসলাম নূরু, ৪৭নং ওয়ার্ড কাউন্সিলর সাদেক আলী, সংরক্ষিত মহিলা কাউন্সিলর রাখী সরকার প্রমুখ। অনুষ্ঠানে ন্যাশনাল ফেলোশিপ ফর দি এ্যাডভান্সমেন্ট অব ভিজুয়্যালী হ্যান্ডিক্যাপড (এনএফএভিএইচ) নির্বাহী পরিচালক মো: জাহাঙ্গীর আলম বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকে এভিএইচ হত দরিদ্র প্রতিবন্ধী জনগোষ্ঠীর আর্থ সামাজিক উন্নয়নের লক্ষ্যে দারিদ্র বিমোচনমূলক বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করে আসছে। অত্র সংস্থাটি প্রতিবন্ধী ব্যক্তিদের শিক্ষা, প্রশিক্ষণ, চিকিৎসা, পূর্ণবাসন, আয়মূলক কাজের জন্য সহায়তা প্রদান, প্রতিবন্ধীদের বিনোদন ও খেলাধূলা আয়োজন, সহায়ক উপকরণ প্রদানসহ অন্যান্য মানবিক সেবা প্রদান করে থাকে। পাশাপাশি তিনি উল্লেখ করেন যে, প্রতিবন্ধী জনগোষ্ঠীর উন্নয়নে সর্বপ্রথম জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বেশ কিছু যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেন এবং এরই ধারাবাহিকতায় তাঁর সুযোগ্য কন্যা বর্তমান বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেক হাসিনা সমাজে উপেক্ষিত ও অবহেলিত প্রতিবন্ধী জনগোষ্ঠীর সব অধিকার ও সমসুযোগ নিশ্চিত কল্পে বিভিন্ন ধরনের কর্মসূচী বাস্তবায়ন করছেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ