News Bangla 24 BD | জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৫০ বছরে পদার্পণ
News Head

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৫০ বছরে পদার্পণ


জাবি প্রতিনিধি : সাগর কর্মকার:
গৌরব, ঐতিহ্য ও সাফল্যের ৪৯ বছর পেরিয়ে ৫০ বছরে পদার্পণ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি)। ১৯৭১ সালের ১২ জানুয়ারি দেশের শতভাগ আবাসিক পাবলিক বিশ্ববিদ্যালয় হিসেবে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে এ বিশ্ববিদ্যালয়।
দিনভর বর্ণাঢ্য আয়োজন ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে শনিবার দিবসটি উদযাপন করছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষক-শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে প্রাক্তন ও বর্তমান ছাত্র-ছাত্রীদের সম্মিলনে ক্যাম্পাস যেন পরিণত হয়েছে বিশাল আনন্দ মেলায়। দিবসটি পালন উপলক্ষে ক্যাম্পাস সাজানো হয়েছে বর্ণিল সাজে।
সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদ চত্বরে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন এবং বেলুন উড়িয়ে দিবসটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম।
 বিজনেস স্টাডিজ অনুষদ চত্বরে সকাল দশটায় উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম বিশ্ববিদ্যালয় দিবসের কর্মসূচি উদ্বোধন করেন। উদ্বোধনী ভাষণে উপাচার্য সবাইকে বিশ্ববিদ্যালয়ের জন্ম বার্ষিকীর শুভেচ্ছা ও অভিনন্দন জানান। উপাচার্য বলেন, স্বাধীনতার সমান বয়সী এ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ৪৯ বছরে শিক্ষা ও গবেষণায় বহুমূখী সাফল্য অর্জনের অধিকারী হয়েছে। দেশ-বিদেশে এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীগণ মান সম্পন্ন গবেষণা এবং উচ্চপদে আসীন হয়ে বিশ্ববিদ্যালয়ের সুনাম বৃদ্ধি করেছেন। উপাচার্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের দেশ-জাতির কল্যাণে আত্মনিয়োগের আহবান জানান।
উদ্বোধনী অনুষ্ঠানের পর উপাচার্যের নেতৃত্বে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের হয়ে সেলিম আল দীন মুক্তমঞ্চে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. আমির হোসেন, প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. নূরুল আলম, কোষাধ্যক্ষ অধ্যাপক শেখ মো. মনজুরুল হক, বিভিন্ন অনুষদের ডিন, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার, বর্তমান ও প্রাক্তন ছাত্র-শিক্ষক, কর্মকতা ও কর্মচারিগণ অংশগ্রহণ করেন।
এ বিভাগের অন্যান্য সংবাদ