জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী উপলক্ষে গাজীপুর জেলায় ‘বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন -২০২১’ এর ডিজিটাল ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে গাজীপুরে শহীদ বরকত স্টেডিয়ামে ম্যারাথন এর উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করা হয়।
গাজীপুরের জেলা প্রশাসক এস.এম.তরিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি জিওসি ৯ পদাতিক ডিভিশন এর মেজর জেনারেল মোহাম্মদ শাহীনুল হক এই ম্যারাথন উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৭১ মেকানাইজড ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো: নাজিম-উল- দৌলা, ১৮ ইস্ট বেংগল রেজিমেন্টের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ সজীবুল ইসলাম, ভারপ্রাপ্ত পুলিশ সুপার এ. কে. জহিরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ মশিউর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মামুন সরদার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) আফরোজা আক্তার রিবা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবুল কালাম, গাজীপুর সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার আবদুল্লাহ আল জাকীসহ সরকারী কর্মকর্তা কর্মচারীগন।
গাজীপুর জেলা প্রশাসন এবং ৭১ পদাতিক ব্রিগেডের ১৮ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সার্বিক সমন্বয়নে উৎসব মুখর পরিবেশে গাজীপুর জেলা প্রশাসনের কর্মকর্তা , কর্মচারীসহ সকল শ্রেনী পেশার মানুষ এবং স্থানীয় গণ্যমান্য ব্যধিবর্গের স্বতঃস্ফূর্ত অংশ গ্রহণের মাধ্যমে এই ম্যারাথন অনুষ্ঠিত হয়। পরে ম্যারাথনে বিজয়ী প্রথম ১০জনকে ক্রেষ্ট প্রদান করেন অতিথিরা। উল্লেখ্য, গাজীপুর জেলায় মোট ১০ হাজার প্রতিযোগীকে বঙ্গবন্ধু ডিজিটাল ঢাকা ম্যারাথন ২০২১ এ অংশ গ্রহণ করানো হবে যা ৭ মার্চ পর্যন্ত চলবে।