News Bangla 24 BD | টঙ্গীতে প্রকাশনা উৎসব হূমায়ুন আহমেদের সাথে সাতটি বছর
News Head

টঙ্গীতে প্রকাশনা উৎসব হূমায়ুন আহমেদের সাথে সাতটি বছর


গাজীপুর প্রতিনিধি
নন্দিত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের ধর্ম চিন্তা, প্রকৃতি প্রেম, সাহিত্য বিশে¬ষণ, ব্যক্তি জীবন ও তার কাছের মানুষদের নিয়ে লেখা ‘হুমায়ুন আহমেদের সাথে সাতটি বছর গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে।

রোববার টঙ্গীর পাইলট স্কুল এন্ড গার্লস কলেজের শহীদ আহসান উল¬াহ মাস্টার স্মৃতি পাঠাগারে অনুষ্ঠিত হয়েছে।

প্রকাশনা উৎসবে বইয়ের মোড়ক উন্মোচন করেন টঙ্গী পাইলট স্কুল এন্ড গার্লস কলেজের অধ্যক্ষ মো. আলাউদ্দিন মিয়া, উৎসবে আলোচনা করেন শিক্ষক প্রতিনিধি আবু জাফর আহম্মেদ, কলেজ শাখার ইনচার্জ মাহবুবুল আলম, কামাল হোসেন, সুরুজ আল মামুন, তানবির হোসেন, আমিনুল ইসলাম, সানাউল¬¬াহ, এমদাদুল হক, শাহিদা খানম হিরা, লতিফা পারভীন, শাহ আলম প্রমুখ। বইয়ের লেখক টঙ্গী পাইলট স্কুল এন্ড গার্লস কলেজের দিবা শাখার ইনচার্জ মাহবুবুল আলম বলেন, এই বইয়ের মাধ্যমে হুমায়ুন আহমেদের প্রকৃত প্রতিচ্ছবি তুলে ধরা হয়েছে। তার চিন্তাা চেতনার বহিপ্রকাশ ঘটেছে বইটিতে। একুশে বই মেলার আদর্শ প্রকাশনী বইটি প্রকাশ করেছেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ