News Bangla 24 BD | ষড়যন্ত্রাকারীরা যত বড় হোক, তাদের মুখোশ খুলে দেব–মেয়র জাহাঙ্গীর আলম
News Head

ষড়যন্ত্রাকারীরা যত বড় হোক, তাদের মুখোশ খুলে দেব–মেয়র জাহাঙ্গীর আলম


গাজীপুর সিটি করপোরেশেনের মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেছেন, মিথ্যা মিথ্যাই থাকবে, ষড়যন্ত্রকারীরা যতো বড় শক্তিশালীই হোক এক সময় তাদের মুখোশ একদিন খুলবে। যারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধে কুৎসা রটনা করছে, যতো বড় ষড়যন্ত্রাকারীই হোক তাদের মুখোশ খুলে দেব । জনগণকে সাথে নিয়ে তাদের মোকাবেলা করবো। তারা অনেককেই ভুল বুঝিয়েছে, মিথ্যা আইডি দিয়ে ফেসবুক খুলে আমাকে প্রশ্নবিদ্ধ করেছে, আওয়ামীলীগকে প্রশ্নবিদ্ধ করেছে।
গত শুক্রবার বিকেলে গাজীপুর মহানগর আওয়ামীলীগের উদ্যোগে স্থানীয় বোর্ডবাজার ইউটিসি বালুর মাঠে ’জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্রাউন জুয়েল বা মুকুটমনি হিসেবে আখ্যায়িত হওয়ায় আয়েজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে মেয়র এসব কথা বলেন। ওই জনসভায় সভাপতিত্ব করেন স্থানীয় আওয়ামীলীগ নেতা হাজী আব্দুর রশীদ।
এতে অন্যান্যদের মধ্যে সাবেক এমপি বীরমুক্তিযোদ্ধা কাজী মোজাম্মেল হক, বীরমুক্তিযোদ্ধা আব্দুর রউফ নয়ন, গাজীপুর জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান এসএম মোকছেদুল আলম, গাজীপুর জেলা যুবলীগের আহ্বায়ক এসএম আলতাব হোসেন, গাজীপুর সিটির কাউন্সিলর আজিজুর রহমান শিরিষ, কাউন্সিলর আব্দুল কাদের মন্ডল, গাজীপুর মহানগর শ্রমিক লীগের আহ্বায়ক আব্দুল মজিদ বিএসসি, মহানগর মহিলা আওয়ামীলীগের সভাপতি সেলিনা ইউনুস প্রমূখ বক্তব্য রাখেন।
মেয়র আরো বলেন, আমি বঙ্গবন্ধুর জন্য, আওয়ামীলীগের জন্য জীবন দিতে প্রস্তুত। বঙ্গবন্ধু আমাদের এ জন্মভ্থমি উপহার দিয়েছেন। আমি তঁার ছবি দেখে, কথা শুনে বাবা-মা যখন আমাকে কথা বলতে শিখিয়েছেন তখন থেকেই বঙ্গবন্ধুকে ভালবাসতে শিখেছি। বঙ্গবন্ধুর ব্যাপারে আমি কোন আপোষ করবো না। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাকে কমবয়সে গাজীপুর মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পদে এনেছেন মানুষের সেবা করার জন্য। তিনি আমাদের গাজীপুর সিটি করপোরেশন উপহার দিয়েছেন, আমি নগরবাসীর সেবা করতে চাই। তিনি বলেন, আমি সিটি করপোরেশনের উন্নতির জন্য ব্যাপক কর্মসূচী হাতে নেয়ায় প্রতিপক্ষরা ঈর্ষান্বিত হয়ে ষড়যন্ত্র শুরু করেছে। তারা মিথ্যা ষড়যন্ত্রমূলক কুৎসা রটনা করে যাচ্ছে।
এ বিভাগের অন্যান্য সংবাদ