News Bangla 24 BD | সিলেটের কল্লোল ও মারুফা ২০১৯ সালের জন্য সিআইপি সম্মাননা পেলেন
News Head

সিলেটের কল্লোল ও মারুফা ২০১৯ সালের জন্য সিআইপি সম্মাননা পেলেন


বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ মানন মন্ত্রী ড.এ.কে আব্দুল মোমেন প্রিমিয়াম ফিশ এন্ড এ্যাগ্রো ইন্ড্রাজটিজ নি চেয়ারম্যান কল্লোল আহমদকে ২০১৯ সালে বৈধ চ্যানেলে বৈদেশিক মুদ্রা ক্যাটাগরিতে এবং তার সহধর্মনী মারুফা আহমেদকে বিদেশে বাংলাদেশি আমদানিকারক অনিবাসি বাংলাদেশি ক্যাটাগরিতে বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি (সিআইপি) পদক ও সনদ হস্তান্তর করেন। আজ শনিবার ১৮ ডিসেম্বর রাজধানীর আন্তর্জাতিক সম্মেলেন কেন্দ্রে অনুষ্ঠিত আন্তজার্তিক অভিবাসী দিবস ২০২১। আয়োজিত এক অনুষ্ঠানে তাদেরকে এই সম্মাননা প্রদান করা হয়। মারুফা আহমেদর পক্ষে তাঁর ভাই এনআরবি ব্যাংক লিঃ এর পরিচালক ও জামিল ইকবাল গ্রুপ অব কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক জনাব মোহাম্মদ জাহেদ ইকবাল সনদ ও ক্রেস্ট গ্রহণ করেন। এপর্যন্ত পরপর দ্বিতীয়বার উক্ত দম্পতি সিআইপি পদক পেলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক ও কর্মসংস্থান মন্ত্রনালয়ের মাননীয় মন্ত্রী জনাব ইমরান আহমেদ এমপি।

উল্লেখ্য, মিসেস মারুফা সিলেটের আলহাজ্ব আশহাক আহমদ ও হবিবুননেছা চৌধুরীর মেয়ে এবং বিশিষ্ট ব্যবসায়ী এনআরবি ব্যাংক লিঃ এর ভাইস চেয়ারম্যন জনাব মোহাম্মদ জামিল ইকবাল ও এক্সিকিউটিভ কমিটির ভাইস চেয়ারম্যান ও পরিচালক জনাব মোহাম্মদ জাহেদ ইকবালের বোন। মেসার্স মোঃ জামিল ইকবাল কোম্পানি ২০২০ ২১ কর বছরে দেশের মধ্যে দ্বিতীয় ও সিলেটের সর্বোচ্চ করদাতা হিসেবে রাষ্ট্রীয় সম্মননায় ভূষিত হয়েছেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ