ছবি ও ভিডিও শেয়ারিং অ্যাপ ইনস্টাগ্রাম
‘অ্যাকাউন্ট সুইচিং’ নামের নতুন এক ফিচার যোগ করেছে ছবি ও ভিডিও শেয়ারিং অ্যাপ ইনস্টাগ্রাম। এটি জিমেইলের মতো অ্যাকাউন্ট সুইচিংয়ের মাধ্যমে একইসাথে একাধিক অ্যাকাউন্ট ব্যবহারের সেবা দেবে।
ফিচারটি পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে। আপাতত আইওএসের কিছু সংখ্যক ব্যবহারকারী এই সেবা পাচ্ছেন।
তবে ফিচারটি কবে নাগাদ সর্বসাধারণের জন্য চালু করা হবে, সে সম্বন্ধে কিছু জানা যায়নি।
এ ব্যাপ্যারে ইনস্টাগ্রামের পক্ষ থেকে বলা হয়েছে, আমাদের কমিউনিটিতে নতুন ফিচার পরীক্ষা করে দেখছি। নতুন ফিচারের মাধ্যমে ব্যবহারকারী একাধিক অ্যাকাউন্ট ব্যবহার করতে চাইলে তাকে আর সাইন আউট করে সাইন ইন করতে হবে না। অ্যাকাউন্ট সুইচিং সেবার মাধ্যমে অন্য অ্যাকাউন্টে প্রবেশ করা যাবে।
এ বিভাগের অন্যান্য সংবাদ