News Bangla 24 BD | রাজা হিসেবে পার্লামেন্টে প্রথম ভাষণ দিলেন চার্লস 
News Head

রাজা হিসেবে পার্লামেন্টে প্রথম ভাষণ দিলেন চার্লস 


 রাজা হিসেবে দায়িত্ব গ্রণের পর কমনওয়েলথে উদ্দেশ্যে পার্লামেন্টে প্রথম ভাষণ ভাষণ দিলেন চার্লস।

সোমবার (১২ সেপ্টেম্বর) দায়িত্ব গ্রণের পর পার্লামেন্টে তিনি  ভাষণ দিলেন। এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি।

এসময় তিনি দুঃখ প্রকাশ করে বলেন, ‘‘প্রিয় মা’’ (রানি দ্বিতীয় এলিজাবেথ) আমাদের ছেড়ে চলে গেছেন। আগামী সপ্তাহে আমার মা-এর মরদেহ শায়িত করা হবে। আমাদের নিজেদের মূল্যবোধ টিকিয়ে রাখার পাশাপাশি আমাদের অবিচল থাকতে হবে।

ভাষণে রাজা চার্লস বলেন, ‘‘যেভাবে রানি নিজে অটল নিষ্ঠার সঙ্গে এ কাজ করেছেন। আমিও এখন দৃঢ়তার সঙ্গে নিজের কাছে অঙ্গীকার করছি, ঈশ্বর আমার জন্য বাকি যেটুকু সময় বরাদ্দ রেখেছেন, পুরোটা জুড়ে আমি আমাদের দেশের প্রাণকেন্দ্রে সাংবিধানিক নীতিকে সমুন্নত রাখব।

মা রানি দ্বিতীয় এলিজাবেথকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে ভাষণ শেষ করেন চার্লস।

এ বিভাগের অন্যান্য সংবাদ