গাজীপুরে আজকের দর্পন পত্রিকার ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
রওশন আরা নুপুর: আজকের দর্পন পত্রিকার ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী ও নবম বর্ষে পদার্পন উপলক্ষে আজ বৃহস্পতিবার বিকাল ৪ টায় গাজীপুর সাংবাদিক পরিবার কল্যাণ পরিষদ কার্যালয়ে আলোচনা, দোয়া ও কেক কেটে দিবসটি উদযাপন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ কৃষি ব্যাংক মূখ্য আঞ্চলিক কার্যালয় গাজীপুরের মূখ্য কর্মকর্তা মোঃ আক্তারুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন ,বিকেবি গাজীপুর মূখ্য আঞ্চলিক কার্যালয়ের সহ মহা-ব্যবস্থাপক হাবিব উল্লাহ খান,গাজীপুর প্রিন্ট মিডিয়া জার্নালিস্ট এ্যাসোসিয়েশন এর সভাপতি মোঃ আলমগীর হোসেন, গাজীপুর প্রেস ক্লাবের সাধারন সম্পাদক মোঃ মনিরুজ্জামান, গাজীপুর সাংবাদিক পরিবার কল্যাণ পরিষদের সভাপতি মোঃ রেজা চৌধুরী,ও উপদেষ্টা মোঃ ফখরুল আলম, এ্যাডভোকেট মোঃ জিয়ারত হোসেন, এশিয়ান টিভির গাজীপুর মহানগর প্রতিনিধি তৌফিক ইসলাম,,সাংবাদিক শফিকুল ইসলাম জিতু,অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সাংবাদিক মোঃ বায়েজিদ হোসেন, আজকের দর্পনের গাজীপুর প্রতিনিধি রওশন আরা নুপুর।