News Bangla 24 BD | ভূমিকম্পে আটকে পড়া মানুষদের উদ্ধারে সহায়তা করবে তেলাপোকা আকৃতির রোবট
News Head

ভূমিকম্পে আটকে পড়া মানুষদের উদ্ধারে সহায়তা করবে তেলাপোকা আকৃতির রোবট


যুক্তরাষ্ট্রের বিজ্ঞানীরা তেলাপোকা আকৃতির একটি রোবট তৈরি করেছেন, যা ভূমিকম্পের পর আটকে পড়া মানুষদের উদ্ধারে সহায়তা করবে বলে আশা করা হচ্ছে।

গবেষকরা বলছেন, পোকামাকড়ের মতোই এটি যেকোন ধ্বংসস্তুপ বা ময়লার ভিতর দিয়ে যাতায়াত করতে পারবে।

এটার সঙ্গে থাকা কামেরা ধসে পড়া বাড়িগুলোর অলিগলিতে গিয়ে গিয়ে ছবি পাঠাতে পারবে।

ফলে ভূমিকম্পের শিকার কোন এলাকায় মাটি বা ভবনের নীচে আটকে পড়াদের কি অবস্থা, তা সহজেই জানা যাবে।

তেলাপোকার মতোই গড়ুটি গুটি পায়ে এটি যেকোনো জায়গা বা উঁচুতে উঠে পড়তে পারে।

ন্যাশনাল একাডেমি অব সায়েন্সের একটি জার্নালে এই আবিষ্কারের তথ্য প্রকাশ করা হয়েছে। বিবিসি

এ বিভাগের অন্যান্য সংবাদ