News Bangla 24 BD | বাংলা জোকস নিয়ে মোবাইল অ্যাপস
News Head

প্রযুক্তিতে বাংলার ব্যবহার বাড়াতে দেশীয় ডেভেলপাররা বিভিন্ন কাজের জন্য বাংলা ভাষায় অ্যাপস তৈরি করছেন। এর অংশ হিসেবে বাংলা জোকস নিয়ে ‘Bangla Jokes Archive’ নামের মোবাইল অ্যাপস তৈরি করেছে ‘মিডিয়া টেক্সট কমিউনিকেশন’। বাংলাদেশের প্রচলিত জোকসগুলো স্থান পেয়েছে এই অ্যাপসে। এছাড়াও রয়েছে খেলাধুলা, ছাত্র-শিক্ষক, রাজনীতি, ডাক্তার-রোগী, পড়াশোনাসহ নানা বিষয় নিয়ে জোকস, ছবি ও ভিডিও। অ্যাপস ছাড়াও www.banglajokes24.com ঠিকানা থেকে এসব জোকস পড়া যাবে।

মিডিয়া টেক্সট কমিউনিকেশনের যোগাযোগ ব্যবস্থাপক তৌফিকুল ইসলাম জানান, এখন প্রায় সবার হাতেই স্মার্টফোন রয়েছে। ইন্টারনেট ব্যবহারের মাধ্যমে স্মার্টফোন আরো শক্তিশালী ডিভাইসে পরিণত হচ্ছে। শুধু তাই নয়, স্মার্টফোন এখন বিনোদনের সঙ্গী হিসেবেও কাজ করছে। ব্যবহারকারীদের বিনোদন আরো একটু বাড়িয়ে দিতেই এই অ্যাপসটি তৈরি করা হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ