News Bangla 24 BD | স্মার্টফোন হারিয়ে বা নষ্ট হয়ে গেলে তথ্য ডেটা পুনরুদ্ধারের উপায়
News Head

স্মার্টফোন হারিয়ে বা নষ্ট হয়ে গেলে তথ্য ডেটা পুনরুদ্ধারের উপায়


বর্তমানে অধিকাংশ মানুষের হাতে দেখা যায় স্মার্টফোন। কিন্তু ফোনটি হারিয়ে গেলে বা অকার্যকর হয়ে পড়লে চিরতরে হারিয়ে যেতে পারে তথ্যগুলো। তাই আগে থেকেই যদি সতর্কতামূলক ব্যবস্থা নেয়া যায় তাহলে এ বিড়ম্বনা থেকে রক্ষা পেতে পারি।

ডেটা ব্যাকআপ :
প্রথমত আমরা সতর্কতামূলক হিসেবে ডেটা ব্যাকআপ করতে পারি। এ ক্ষেত্রে সমাধান হচ্ছে আইক্লাউড। বিকল্প হিসেবে আইটিউনস সবচেয়ে নির্ভরযোগ্য যেকোনো ধরনের ডেটার জন্য। এ জন্য আইফোনটি কম্পিউটারের সঙ্গে যুক্ত করে আইটিউনস চালু করুন। এরপর সেটিংস ট্যাব থেকে ঠিক করে দিতে পারবেন কোন ধরনের ডেটা ব্যাকআপ করবেন।

ডেটা পুনরুদ্ধার:
দ্বিতীয়ত ফোনটি যদি হারিয়ে যা বা নষ্ট হয়ে যায়, সে ক্ষেত্রে আইক্লাউড থেকে সব তথ্য মুছে ফেলা যায়। বারবার ভুল পাসওয়ার্ড দিলে স্বয়ংক্রিয়ভাবেও সেটা হতে পারে। এ সময়ের মধ্যে যদি ফোনটি ফিরে পাওয়া যায় বা নতুন কোনো আইফোনে তথ্য পুনরুদ্ধার করতে হয়, সে জন্য আইফোনটি কম্পিউটারে যুক্ত করে আইটিউনস চালু করে সিঙ্ক করতে পারেন। আইক্লাউড থেকেও কাজটি করা যায়।

এ বিভাগের অন্যান্য সংবাদ