কোরিয়ান সরকারের বৃত্তিতে উচ্চশিক্ষার সুযোগ
উচ্চশিক্ষার জন্য শিক্ষাবৃত্তি দিচ্ছে কোরিয়ান সরকার। কোরিয়ান সরকারের এই শিক্ষাবৃত্তি প্রকল্পের (কেজিএসপি) আওতায় বাংলাদেশি শিক্ষার্থীরাও আবেদন করতে পারবেন। তাই স্নাতকোত্তর পড়তে আগ্রহী শিক্ষার্থীদের আবেদনের জন্য প্রয়োজনীয় বিষয় দেওয়া হল-
স্নাতকোত্তর করার বিষয় ও প্রতিষ্ঠান
কোরিয়ার কেডিআই স্কুল অব পাবলিক পলিসি অ্যান্ড ম্যানেজমেন্টে পাবলিক পলিসি, ডেভেলপমেন্ট পলিসি ও পাবলিক ম্যানেজমেন্ট বিষয়ে স্নাতকোত্তর পড়তে পারবেন।
সুযোগ-সুবিধা
শিক্ষাবৃত্তির আওতায় একজন নির্বাচিত শিক্ষার্থীকে যাতায়াত খরচ হিসেবে বিমান ভাড়া, টিউশন ফি ও মাসিক বৃত্তি প্রদান করা হবে।
প্রয়োজনীয় কাগজপত্র
সব প্রতিষ্ঠানিক সনদ, প্রয়োজনীয় অন্যান্য দলিল ও পাঁচ কপি ছবিসহ ঢাকার কোরিয়ান দূতাবাসে আবেদন করতে হবে।
আবেদনের সময়সীমা
আগ্রহীদের চলতি বছরের ২৫ মার্চের মধ্যে আবেদন করতে হবে।