News Bangla 24 BD | গুগল ডুডলে বাংলাদেশের স্বাধীনতা দিবস
News Head

২৬ মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবস গুগল ডুডলে। এদিন রাত ১২টার পর গুগল ডুডলে দেখা যায় একাত্তরের মহান স্বাধীনতা দিবস নিয়ে নতুন ডুডল। সেখানে বাংলাদেশের জাতীয় পতাকার রঙের আদলে লাল ও সবুজ রঙের একটি বিশেষ আইকনে শোভা পায় বঙ্গবন্ধু যমুনা সেতুর একটি লোগো। তার দুপাশে সাদা রঙে লিখা আছে গুগল। ডুডলের উপর মাউস কার্সর নিলে সেখানে প্রদর্শিত হচ্ছে ‘Bangladesh Independence Day’।

২৬ মার্চ শুরুর মুহূর্ত থেকেই এ বিশেষ ‘ডুডল’-টি গুগলের হোম পেজে প্রদর্শিত হচ্ছে৷ তবে এটা শুধু বাংলাদেশের ডোমেইন হোমপেজ গুগল ডটকম ডটবিডিতে দেখা যাচ্ছে৷ তাই বাংলাদেশিরা গুগলে গেলেই এই ডুডলটি দেখতে পাবেন। চাইলে এটা ফেসবুক ও টুইটারসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ারও করা যাবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ